শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ই-পেপার

পেশাদার সাংবাদিকদের তালিকা করা হচ্ছে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৯:৫৭ পূর্বাহ্ণ

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, অনুমোদনহীন আইপি টিভি এবং নিউজ পোর্টালের বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য অধিদপ্তর সাংবাদিকদের তথ্য ভান্ডার তৈরি করছে। এ লক্ষ্যে তথ্য অফিসের মাধ্যমে দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জসীম উদ্দিন আরও বলেন, অচিরেই নোয়াখালীতে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ তথ্য কমপ্লেক্স হবে সাংবাদিক এবং যোগাযোগ কর্মীদের মধ্যে তথ্য আদান  প্রদানের অন্যতম হাব।

এ সময় আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, সিনিয়র জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর