শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ই-পেপার

গ্যাসের দাম বাড়লে বাড়বে ভোগান্তি : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ২:২৬ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গ্যাসের দাম বাড়লে বাড়বে ভোগান্তি। যে ভোগান্তি বাজাবে ক্ষমতাসীনদের পতনঘন্টা। নিজেদের পতন থামাতে হলেও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীদেরকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিৎ।

করোনাকালে দ্রব্যমূল্য বৃদ্ধির সংকটকালে নতুন করে আবারো গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে চুলা মিছিল ও নাগরিক প্রস্তাবনায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ২৮ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, পুরান ঢাকার রাজনীতিক আবুল হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় প্রস্তবনা দিয়ে বলেন, নতুনধারার রাজনীতিকরা মনে করে গ্যাসের দাম বৃদ্ধি কোন সমাধান নয়; বরং ভোগান্তি। গ্যাসের মজুদ ও গ্যাসের সংকট সমাধানে মিটার রিডিং-এর ব্যবস্থার পাশাপাশি সরকারিভাবে মনিটরিং টিম করতে হবে। এতে করে গ্যাসের অপচয়রোধ হবে। রাষ্ট্রিয় সম্পদ রক্ষায় অবশ্যই জনসচেতনতা তৈরি করতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর