টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ জানুয়ারি ২০২২ খ্রি.) সন্ধ্যায় নাগরপুর সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আকমত আলী পারভেজ, সহকারী শিক্ষক-সুদামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।শুভ উদ্বোধন ঘোষনা করেন-বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক ডা.এম.এ.মান্নান প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর(এমডি), মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে.নাগরপুর।
নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জনাব মোঃ জাকির হোসেন সজিব এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের সাধারন সম্পাদক মো.রিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মো.শাহজাহান কবীর,মো.তারিকুল ইসলাম(সাংবাদিক),মো.আলমগীর হোসেন,মো.খালিদ হাসান,মো.হাসিবুল হাসান শান্ত,মো.শুকুর আলী,মো.আকাশ মিয়া, মো.নজরুল ইসলাম,রাকিব।
খেলায অংগ্রহন করেন আসিফ-ইয়াসিন বনাম আল-আমিন-শফিকুল।খেলা শেষে বিজয়ী দলের কাছে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
ধন্যবাদান্তে-খায়রুল,রোমান, সুমন,আল-আমিন,নজরুল, ইয়াসিন, নজরুল, ইমন।