বরিশালের আগৈলঝাড়ায় আবহাওয়া পরিবর্তন জনিত কারণে সর্দি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। মৌসুমী রোগে আক্রান্ত হয়ে দশ জন শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জানা গেছে, হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার, শনি ও রবিবার তিন দিনে উপজেলার ফুল্লশ্রী গ্রামের ইমরান সরদারের দুই মাসের মেয়ে লামিয়া আক্তার, সেরাল গ্রামের রনি সেরনিয়াবাতের দশ মাসের মেয়ে আনিশা, নগরবাড়ি গ্রামের সোহাগ হাওলাদারের চার বছরের ছেলে আল সানি, রামানন্দেরআঁক গ্রামের যতীন্ময় দাসের দুই মাসের মেয়ে শ্রেয়া দাস, মোল্লাপাড়া গ্রামের সুধাংশু হালদারের দুই বছরের ছেলে শৈশব হালদার, বেলুহার গ্রামের আলহাজ সরদারের দুই বছরের মেয়ে তানজিলা, পূর্বসুজনকাঠি গ্রামের নাছির মোল্লার দুই বছরের ছেলে নাইম মোল্লা, গৌহার গ্রামের শফিউল ইসলামের এক বছরের মেয়ে ফাতেমা, নগরবাড়ি গ্রামের অমিত হালদারের দশ মাসের ছেলে রুদ্রু হালদার ও মেহেদী হাসানের চার মাসের ছেলে আব্দুল্লাহ বিন আহাদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে সর্দি, জ্বর, কাশির কারনে এখন প্রায় শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরছে। এসব শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ ব্যাপারে শিশুদের যত্ন নিতে পরিবারের প্রতি পরামর্শ দিয়েছেন ওই চিকিৎসক।
#চলনবিলের আলো / আপন