আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলীকদমে ৪ ইউনিয়নে ১৫৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে ১০ জন চেয়ারম্যান পদে ও ১৪৮ জন মেম্বার প্রার্থী।
যাচাই বাচাই শেষে ১৫৮ প্রার্থী চূড়ান্ত করেছে উপজেলা নির্বাচন অফিস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা দিয়েছে মনোনয়ন বোর্ডে।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ২ জন সদস্য বিনাভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ৪ নভেম্বর মনোনয়ন ফরম যাচাই বাচাই শেষে ৪ টি ইউনিয়নে সর্বমোট ১৫৮ জন প্রার্থী চূডান্ত মনোননিত হয়।
এরমধ্যে ৪ জন আ.লীগ মনোনীত চেয়ারম্যা পদে প্রার্থীতা বৈধতায় পায়। তারা হলেন চৈক্ষ্যং ফেরদৌস রহমান, সদরে মোঃ নাছির উদ্দীন, নয়া পাড়া ফোগ্য মার্মা, কুরুকপাতা ক্রাতপুং মুরং
অন্যদিকে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়াম্যান পদে মনোনীত হয়।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩ নং নয়াপাড়া ইউপি’র ৬ নং ওয়ার্ড সদস্য পদে মোঃ জাহাঙ্গীর আলম বাদশা এবং ৪ নং কুরুকপাতা ইউপি’র ৯ নং ওয়ার্ডের সদস্য বাবু সাংক্লোত ম্রো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
তফসিল অনুযায়ী আলীকদম উপজেলায় ৩য় ধাপে আগমী ২৮ নভেম্বর ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।
১১ নভেম্বরের পরে প্রতীক বরাদ্ধ হবে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানানো হয়।
কোন প্রার্থী নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম।
#চলনবিলের আলো / আপন