উল্লাপাড়া উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উল্লাপাড়ায় নির্বাচনী প্রচার প্রচারণা বসে নেই প্রার্থীরা। জয়লাভ করতে সারাক্ষণ চলছে গনসংযোগ।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪ ঘটিকায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের এর আয়োজনে রামনগর মাদ্রাসার মাঠে গণ সংযোগ ও উঠান বৈঠক করেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্জিনিয়ার শওকাত ওসমান
। এ সময় বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে,একযোগে কাজ করার প্রত্যেয় ও মতবিনিময় ও উঠান বৈঠক করেছে অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণ।
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুনরায় দলীয় প্রার্থী মনোনীত হওয়ায়,স্থানীয় ভোটার ও স্থানীয় আওয়ামীলীগ আবারো জয়ী হওয়ার লক্ষে কাজ করতে প্রস্তুত।
এজন্য নিজ ঘর গোচাচ্ছে তৃণমূল আওয়ামীলীগ। বিগত দিনের সবকিছু ভুলে,মাঠে নেমেছে দলের সকল নেতা-কর্মীরা ।
#চলনবিলের আলো / আপন