সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

জ্বালানীর সাথে এবার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে চলমান পরিবহন ও পন্যবাহী যানবাহনের ধর্মঘটের কারণে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের সুষ্ঠু সমাজ ব্যবস্থায় হঠাত করে চরম অস্থিরতা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেকটাই হাহাকার শুরু হয়েছে। পরিবহন ও নৌপথে ধর্মঘটের কারণে পথে পথে নাকাল হচ্ছেন যাত্রীরা।
গত দুইদিন থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীন ও আঞ্চলিক নৌ-রুটে অঘোষিতভাবে দ্বিগুন ভাড়া বৃদ্ধি করা হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। অপরদিকে সদ্য উদ্বোধণ হওয়া বরিশাল-কুয়াকাটার জাতীয় মহাসড়কের পায়রা সেতুতে টোল হার কয়েকগুন বৃদ্ধির বিষয়টিকেও ভালভাবে নেননি সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
তারা এ সেতুর টোল বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া বৃদ্ধির দাবী তুলেছে আগে থেকেই। সেতুটিতে ট্রাক পারাপারে টোল বৃদ্ধি করা হয়েছে প্রায় সাতগুন। ফলে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির সাথে তা ক্রমবর্ধমান পণ্যমূল্য বৃদ্ধির ওপর আরো বিরূপ প্রভাব ফেলেছে।
অপরদিকে জ¦ালানীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সমগ্র দক্ষিণাঞ্চলে সড়ক পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। স্থানীয় ও দুরপাল্লার যাত্রীদের দূর্ভোগ ইতোমধ্যে সব বর্ণনার বাইরে চলে গেছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক দুটি ছুটির দিন পরিবহন ধর্মঘটের বিরূপ প্রভাব ততোটা না পরলেও রবিবার সকাল থেকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে।
দক্ষিণাঞ্চলের ২৫টি সড়ক পথের সাথে রাজধানী ঢাকা ছাড়াও খুলনা ও রাজশাহী বিভাগেরও সব বাসসার্ভিস বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতৃবৃন্দরা। এমনকি পটুয়াখালী ও বরগুনা থেকে বরিশাল হয়ে চট্টগ্রাম রুটের বাস সার্ভিসও বন্ধ রয়েছে। এরইমধ্যে শনিবার থেকে দক্ষিণাঞ্চলের প্রায় ৩০টি রুটে বেসরকারী নৌযান মালিকপক্ষ তাদের মত করে যাত্রী ভাড়া বৃদ্ধিকরে নিয়েছে। শনিবার রাতে হঠাত করে ভাড়া বৃদ্ধির দাবীতে ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল যাত্রবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেকারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পরেছেন।
জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে চলমান ধর্মঘটের মধ্যে দ্বিতীয় দফায় পণ্যমূল্য বৃদ্ধির কারণে দক্ষিণাঞ্চলবাসীর মধ্যে নাভিশ^াস উঠতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট বৃদ্ধির সাথে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর