পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর সোনালী সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর বেরহাউলিয়া ফুটবল একাদশ ৯-৭ গোলে ইসলামপুর সমাজ কল্যাণ ফুটবল একাদশকে পারজিত করেন। গতকাল শুক্রবার ২৯ অক্টোবর বিকালে ধলেশ্বর মাদরাসা মাঠে আয়োজিত মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আক্তারুজ্জামান মিলন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠা ও পরিচালন অনলাইন পাবনার আব্দুল মান্নান্, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর কাউন্সিলর ডা. কেএম ফরহাদ হোসেন, ধলেশ্বর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মকবুল হোসেন, সম্ভাব্য ৯ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মোঃ তৌহিদ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সুনিল মাস্টার। সার্বিক দায়িত্বে ছিলেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক শরিফুল ইসলাম রাজু।
প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন বিশ্বাস, তার সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন ইমাম হোসেন, জাহিদ হোসেন। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলো ড্র হয়। পরে ট্রাইবেকারে ফরিদপুর বেরহাউলিয়া ফুটবল একাদশ ৮-৭ গোলে ইসলামপুর সমাজ কল্যাণ ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলায় ধারার্বনণায় ছিলেন মোঃ ইলিয়াস হোসেন মহুরি ও রফিকুল ইসলাম