নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের অবকাঠামো উপ-প্রকল্পের আওতায় বরাদ্দকৃত উঁচু-নিচু বেঞ্চ প্রধান শিক্ষকদের মাঝে তুলে দেন ডোমার উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার শাহিনা শবনম, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা চত্তরে এন. মোহাম্মদ ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এক্সিকিউটিভ কর্পোরেট সেলস এন্ড মার্কেটিং অফিসার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে ১শত ৮০ জোড়া বেঞ্চ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে স্কুলের বেঞ্চ বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন
ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পরিষদের ভাইস্ চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ শাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, ঠিকাদার প্রতিষ্ঠান এম. মোহাম্মদ গ্রুপের এক্সিকিউটিভ সেলস্ এন্ড মার্কেটিং অফিসার ফরিদুল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, প্রচার ও দপ্তর সম্পাদক এস.কে হিমেল। তালিকাভূক্ত বিদ্যালয়ের মধ্যে বরাদ্দকৃত হলো ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০ জোড়া , উত্তর ভোগডাবুরি উচ্চ বিদ্যালয় ১০ জোড়া,পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয় ১৫ জোড়া ,চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ১৫ জোড়া , চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ১৫ জোড়া, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রারাসা ১০ জোড়া , বড় রাউতা উচ্চ বিদ্যালয় ১০ জোড়া ,চান্দখানা জি আর উচ্চ বিদ্যালয় ১০ জোড়া , আমবাড়ী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ১০ জোড়া, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ১০ জোড়া, সোনারায় ফার্মহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৫ জোড়া ,বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয় ১০ জোড়া , মটুকপুর স্কুল এন্ড কলেজ ১০ জোড়া , মাহিগন্জ উচ্চ বিদ্যালয় ১০ জোড়া ,বামুনিয়া বালিকা বিদ্যালয় ১০ জোড়া সহ ১৮০ জোড়া বেঞ্চ বিতরন করেন ।