মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ খেলাধুলায় বাডে বল, মাদক ছেড়ে খেলতে চল …. শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যলয় রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর শনিবার বিকেলে রাঙামাটি শহরের চিংহ্লা মারী স্টেডিয়ামে এ খেলার আয়োজন করে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে শুরুতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ (ডিএসবি), রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম উপস্থিত ছিলেন।
পরে প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে ফুটবল, রাঙামাটি জেলা প্রশাসন বনাম রাঙামাটি পৌরসভা একাদশ, চ্যাম্পিয়ন, রাঙামাটি জেলা প্রশাসন দল রানার্স আপ রাঙামাটি পৌরসভা।
ভলিবল, রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় বনাম রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা একাদশ, চ্যাম্পিয়ন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রানার্স আপ রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
খেলা শেষে সন্ধ্যায় উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।