পল্লী সড়ক শুধু সড়কই নয়-কর্মসংস্থান, জীবিকা ও উন্নততর জীবনের অবলম্বন। পল্লী সড়কের হাত ধরেই আসে কৃষি উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্যে প্রবেশগম্যতা, দারিদ্রমুক্তি এবং সর্বোপরি মানব উন্নয়ন। এ লক্ষ্যে বাগেরহাট এলজিইডির উন্নয়নে সুফল ভোগ করছেন জেলায় সাড়ে ১৫ লাখ প্রান্তিক মানুষ, যা অভূতপূর্ব। বাগেরহাট এলজিইডি বর্তমান সরকারের সময় জেলার ৯টি উপজেলায় প্রায় ১৫৭০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করেছে। জেলায় যোগাযোগ ব্যবস্থা সচল ও নিরবছিন্ন রাখতে ১০৯২ কোটি টাকা ব্যয়ে ১৩৭৫ কিঃমিঃ সড়ক নির্মাণ এবং প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ১৫০০ কিঃমিঃ সড়ক মেরামত করা হয়েছে।
এ ছাড়া এ সময়ে ১০০ কোটি টাকা ব্যয়ে ৩৫০০ মিঃ দৈর্ঘ্যের ১৪৯টি সড়ক সেতু নির্মাণ এবং ১০ কোটি টাকা ব্যয়ে ৪৬টি হাট-বাজার নির্মাণ করা হয়েছে। ১২ কোটি টাকা ব্যয়ে ২০টি ভূমি অফিস নির্মাণ, ৯ কোটি টাকা ব্যয়ে ১৪৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন করা হয়েছে। ২৩ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সংসদের অফিস, মুক্তিযোদ্ধা মার্কেট, লাইব্রেরিসম্বলিত ৫ তলা ভিত্তির ৯টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৭৩টি ‘বীর নিবাস’ হয়েছে। ২১৯ কোটি টাকা ব্যয়ে রামপাল তাপ বিদ্যুত কেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণ।
#চলনবিলের আলো / আপন