পাবনার আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেবোত্তর ডিগ্রী অনার্স কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক আব্দুস সামাদ।
দেবোত্তর ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেনে সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাবেক পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নিবার্চনে সম্ভব্য মেয়র প্রার্থী আলী সুজা মিঠু, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, পৌর ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রিয়াদ হোসেন, শকিরা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকুর রহমান রনি।