সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪০ অপরাহ্ণ

কোভিড -১৯ পরিস্থিতিতে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকে বর্জন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে শিক্ষার্থী-অভিভাবকবৃন্দদের নিয়ে  গতকাল বুধবার বিদ্যালয় মাঠে নাগরপুরের ঐতিহ্যবাহী পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হুদা এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবির।
প্রধান অতিথি জ্বনাব হুমায়ুন কবীর  বলেন, প্রায় দেড় বছর পর বিদ্যালয় খোলায় আমাদের মধ্যে শিক্ষার্থীদের দুরত্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা যেনো ভেঙ্গে না পড়ে সেই লক্ষে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এই করোনা পরিস্থিতির কারণে আমরা চেষ্টা করে যাবো কোনো শিক্ষার্থী যেনো ঝড়ে না পড়ে । অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের ছেলে- মেয়েদের  পাশে থাকবেন এবং তাদের মনস্তাত্ত্বিক বিষয়াবলীর সম্পর্কে খোজ রাখবেন। আমাদের মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপি সবসময় আমাদের পাশে আছেন।
 প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শামীম খান, পাকুটিয়া মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন নাহার সিদ্দিকী কাকলী, চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
পরিশেষে কুইজ প্রতিযোগিদের মাঝে  পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর