পাবনার আটঘরিয়া উপজেলার ঐহিত্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহামন মাসুম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাঞ্জাব হোসেন, সহকারি শিক্ষক ইয়াছিন আলী, আওয়ামীলীগ নেতা জুলফিকার হায়দার জুলি, কাউন্সিলর গোলাম সরোয়ার, মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রী লীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিমসহ উক্ত ব্যিালয়ের শিক্ষক/শিক্ষিকা ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন ধর্মীয় বিষয়ক শিক্ষক রজব আলী।