মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাস শনাক্তের জন্য ঠাকুরগাঁও জেলায় পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছ।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কাস পাটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাড.ইমরান হোসেন চৌধুরী, জেলা উদীচির সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু সহ অন্যান্যরা।
এ সময় বক্তরা বলেন, ঠাকুরগাঁও পঞ্চগড় সহ ৪ জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্ত সেখানে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এ অবস্থায় ঠাকুরগাঁও সহ অন্যন্য জেলা হতে প্রতিদিন যেসব নমুনা পাঠানো হয় তা সময় মতো পরীক্ষা করা না হওয়ায় অনেক রোগী নমুনা দিয়ে ঘুরে বেড়ায়। তাই অতি দ্রæত এই জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।