সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবলের সংকট অপারেশন ও এক্সে না হওয়ায় ভোগান্তিতে উপজেলাবাসি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী শোয়াবার টেবিল, লাইটসহ অপারেশনের সরঞ্জামাদী ও এ্যানেসথিয়া ডাক্তার না থাকায় তালাবদ্ধ হয়ে আছে অপারেশন থিয়েটার নামের নামে মাত্র একটি রুম। এখানে অপারেশন ও এক্সে হওয়াটাও দেখিনি অনেকেই বলে জানান স্থানীয়রা। ১৫ টি চিকিৎসকের পদের এখানে ৪ জন কনসালটেন্টসহ ৬ জন চিকিৎসকের পদশুন্য। চতুর্থ শ্রেনীর ২০ জন কর্মচারীর পদের মাঝে ১৫ জনই নেই। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তত্বাবধায়নে থাকা স্বাস্থ্য সহকারী পদের ২৪ জনের মাঝে ১৫ জনই নেই, পুরো উপজেলাতে ৯ জন স্বাস্থ্য সহকারী দিয়ে চলছে কাজ। ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ঘিরে এ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভোগান্তি, শেষ হবে কবে, এ প্রশ্ন সকলের।

স্থানীয় ভাবে স্বাস্থ্যসেবা অনেকটাই তাদের যেনো নাগালের বাইরে। বড় করে ৫০ শয্যার হাসপাতাল লেখা থাকলেও সেখানে নেই কোনো সুবিধা মানুষের। ৫০ শয্যার হাসপাতাল লেখা থাকলেও কাগজপত্রে এটি ৩১ শয্যার। তবে ৩১ শয্যার লোকবলও বলতে গেলে নেই এখানে। লোকবল সংকটে এখানকার স্বাস্থ্য অবস্থা কাহিল।

কর্তৃপক্ষ জানান, ২০০৩ সাল থেকে ১৮ বছর অকেজো হয়ে আছে এক্সরে মেশিন। তবে এবছরের মে মাসে এক্সে মেশিন বরাদ্দ হয়েছে। তবে তা চালু করা হয়নি এখনো। অপারেশন থিয়েটার লেখা রুমের সামনে কলাসশিপল গেট দিয়ে তালাবন্ধ করা। সামনে ধুলোর আঁচর। তবে রুগীর প্রচন্ড চাপ রয়েছে গ্রামীণ জনপদের এ স্বাস্থ্য কমপ্লেক্সে ।

২০১৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন বুঝে পান কমপ্লেক্স কর্তৃপ¶। সেখানেই অবস্থান রুমটির, লেখা রয়েছে অপারেশন থিয়েটার। বাট একটা ফাঁকা রুম। নেই টেবিল নেই লাইট নেই কোনো সরঞ্জামাদী। এসব সংকট কাটিয়ে উঠে হাসপাতালটি পরিপুর্ণভাবে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখুক। যাতে কারো দুরে গিয়ে অর্থ ও সময় নষ্ট করে ধকল সহ্য করে সেবা নিতে যেতে না হয়। তারা চান, তাদের সেবা এখানেই হোক।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রফিকুল হাসান লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, তারা চেষ্টা করছেন সমস্যা গুলো কাটিয়ে উঠতে। উর্ধ্বতন কর্তৃপ¶কে জানিয়েছেন আবেদনের মাধ্যমে। তারাও চান এসব চালু হোক। তাদের আন্তরিকতার কোনো ধরনের ঘাটতি নেই বলে জানান তিনি।

আর সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানালেন, সেখানে অপারেশন চালু করবার বিষয়ে চেষ্টা করবেন। এক্সরে মেশিন কিছুদিন আগে দেওয়া হয়েছে ও একজন রেডিও গ্রাফারও জয়েন করেছেন। অচিরেই এক্সরে বিভাগ চালু হবে। আর লোকবল মন্ত্রনালয় যদি নিয়োগ দেয়, তবে সে সংকটও কেটে যাবে। এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৫ শ থেকে ৬ শ রোগী বহি: বিভাগে সেবা গ্রহন করছেন এবং এখানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩১ জন রোগী ভর্তি থাকেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সকল সমস্যা কাটিয়ে এখানকার মানুষের স্থানীয়ভাবে স্বাস্থ্য সেবার মান বাড়ুক, এটাই প্রত্যাশা স্থানীয়দের।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর