নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল)কিশোরগঞ্জ প্রতিনিধিঃ –
বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে সামাজে যা মানুষের মনে তাক লাগিয়েছে। তরুণ যুবকের মাথায় একি সৃজনশীলতা!কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা সিংধা গ্রামে এক তরুণ প্রতিভাবান ব্যক্তির জন্ম নাম মোহাম্মদ জুলহাস উদ্দিন। তার এই সৃজনশীলতা সমাজের মানুষকে করেছে অবাক। এই অল্প বয়সে তার মাথায় বিরাট পরিকল্পনা নিয়ে ঘুরছে। জানা যায় ছেলেটা খুব গরিব তার ছোট সময় থেকে সখ ছিল বিমান উড়াবে, আজ তা বাস্তবায়ন হলো। সে এই বিমানটি বানিয়ে অনেক আপ্লুত অনুভব করছে। তার মাথায় আরও বড় বড় পরিকল্পনা নিয়ে ঘুরছে যা টাকার জন্য বাস্তবায়ন করতে পারছে না। একটি বিমান বানাতে তার কাছ থেকে জানা যায় ২৫-৩০ হাজার টাকার প্রয়োজন।
যে পরিবারে মাসিক ৬-৭ হাজার টাকা ইনকাম এই পরিবারের কর্মহীন সদস্যের কাছে ৩০ হাজার টাকা জোগাড় করতে অনেক কঠিন বিষয় যা বলা বাহুল্য। তবুও এই তরুণ যুবক কোনো হাল ছাড়ে না। তার স্বপ্নগুলো বাস্তবে দেখার একান্ত প্রত্যাশা। প্রতিভাবান ব্যক্তি জুলহাস বলেন, আমি কাজ করে আরও এগিয়ে যেতে পারতাম কিন্তু আমার এই কাজগুলো করার পর কোনো উৎসাহ ও অনুপ্রেরণা পাইনি তবুও আমার নিজের আত্মবিশ্বাসে এতটুকু এগিয়ে যেতে পারলাম।