বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
উদ্বেগজনক ভাবে করোনা ছড়িয়ে পড়ায় খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভাকে ‘রেড জোন‘ এর আওতায় নিয়ে এসেছে স্বাস্থ্য বিভাগ।গত তিনদিনে জেলার রামগড় পৌরসভায় পুলিশ,ব্যাংকার সহ ২০জনের করোনা পজিটিভ হওয়ার পর স্বাস্থ্যবিভাগ থেকে এই ঘোষনা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় উপজেলার নির্বাহি কর্মকর্তা আ.ন.ম. বদরুদ্দোজা জানান,রামগড় পৌর শহরকে রেড জোনে আওতায় নিয়ে আসার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষ থেকে চিঠি পেয়েছেন এবং নির্দেশশিকা ফেলে পরবর্তী পদক্ষেপ নিবেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৩‘শ ৫২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তারমধ্যে ফলাফল এসেছে ৯‘শ ৮৩ জনের।
সংক্রমণ হারের বিবেচনায় রামগড় পৌরসভাকে রেড জোন হিসেবে ঘোষনা করেছেন।
রেড জোন ঘোষিত এই এলাকাগুলোতে ,মোবাইল ইন্টারনেট, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা খাত, সংবাদপত্র সহ অত্যাবশ্যকীয় খাত ব্যতিত সব কিছু কঠোরভাবে
বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে।