জেলাপ্রতিনিধি,কক্সবাজার:
কক্সবাজার পৌর শহরে করোনার রেডজোন ঘোষনা করায় সরকার ঘোষিত নির্দেশনা মতে করোনার প্রাদুর্ভাব কমাতে ওয়ার্ড ভিত্তিক কিছু লোক স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাচ্ছে। করোনার কক্সবাজার রেডজোনে শহরে চলাচলের উপর কিছু নির্দেশনাও জারি করা হয়। শহরের নির্দেশনাকে অমাম্য করে কিছু অসৎ ড্রাইবার টমটম,অটোরিক্সসা নিয়ে বের হলে,স্বেচ্ছাসেবক দল তাদের বাধাপ্রদান করে। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী রিয়াজ উদ্দিন চালকদের পক্ষে প্রতিবাদে,স্বেচ্ছাসেবক ছুরুত আলম উপর অর্তিকিত হামলা চালায়। এতে মোঃ ছুরত আলম গুরুতর আহত হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ১৩ই জুন দ্বায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার সামনে উক্ত ঘটনাটি ঘটে। আহতের পরিবার স্বেচ্ছাসেবীগন সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী করেন। আহত মোঃ ছুরত আলম দেশ, জাতি এবং সমাজ উন্নয়ন মূলক কাজের সবসময় অংশগ্রহণকারী ন্যায়,নিষ্ট লোক।
আহত স্বেচ্ছাসেবীর গ্রামের বাড়ি ভারুয়াখালী হলেও তিনি স্থায়ী ভাবে বসাবস করে কক্সবাজার পাহাড়তলি ৭নং ওয়ার্ডে । বর্তমানেও তিনি বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কর্মকান্ডে জড়িত থেকেও মহামারি ‘করোনা’র পিছনে কাজ করে যাচ্ছে । ভারুয়াখালীতে নব প্রতিষ্টিত শিক্ষা প্রতিষ্টান “ক্রিয়েটিভ ইনস্টিটিউট এর অন্যতম পরিচালক, ছোট চৌধুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি,ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজার এর যুগ্ন-সাধারণ সম্পাদক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ কক্সবাজার জেলার অতিঃপ্রকল্প পরিচালক।সকলে তার সু-সাস্থ্য কামনা করেন।
অন্যদিকে আক্রমনকারী সন্ত্রাসী রিয়াজ উদ্দিন পাহাড়তলি’র যতসব অপকর্মের মূুল হুতা বলে তার ভয়ে কেউ মুখ খুলতে চাইনা।
সচেতন মহল উক্ত ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ,সে সাথে জোরদাবী রাষ্ট্রের কাজে বাধা প্রদানকারী চিহ্নত অপরাধী আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে এলাকাবাসী।