সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারীতে ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিংদের মানববন্ধন

এস.কে হিমেল, নীলফামারীঃ
আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ

কারিগরি শিক্ষা অধিদপ্তর  নীতিমালা পরিবত্যন করে পলিটেকনিক ইন্সটিটিউট ক্র্যফট ইন্সট্রাকটর  নন -টেকনিক্যাল নিয়োগে ও ডিপ্লোমা – ইন ইঞ্জিনিয়ারিং কোর্চ কে চার  বছর থেকে  তিন বছরে নামিয়ে আনার  প্রতিবাদে,  বাংলাদেশ টিভিইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নীলফমারী জেলা শাখার আয়োজনে মানববন্ধন করেন নীলফমারী টেকনিক্যাল  স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। আজ (১৯ই জুলাই) সোমবার দুপুর ২ টায় নীলফামারী জেলা সদরের চৌরঙ্গী মোরে  সামাজিক দূরত্ব মেনে  শতাধিক  শিক্ষার্থীরা মানববন্ধন অংশ নেয়।
 এ সময় বক্তব্য রাখেন মোঃ রিয়াজ উদ্দিন সেলিম   আহবায়ক  (টিভিইটি  ওয়েলফেয়ার এসোসিয়েশন ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অন্যতম হলো দক্ষ মানব সম্পদ তৈরি করা।আর এই দক্ষ মানব সম্পদ  তৈরির লক্ষে  কারিগরি শিক্ষার  গুরুত্ব অপরিসীম।মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য কারিগরি শিক্ষা কে একশত বছরের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভিশন ২০২১ টেকসই উন্নয়নে (এসডিজি)বাস্তবায়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই’। সুতরাং ২০২১ সালে ২১% ও ২০৩০  সালে  ৩০% এবং ২০৪১ সালে  ৫০% কারিগরি শিক্ষার হার বৃদ্ধি করা মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ।
 কিন্তু আপনারা সবাই জানেন,  বর্তমান ০৪ বছর মেয়াদি  ডিপ্লোমা কোর্স  আর  এটার মান  ডিগ্রির  সমমান  পর্যায়ে  পরে  এবং বেতন গ্রেড বর্তমান  ১০ গ্রেড ।  যদি ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স কে ০৩ বছর করা হয়,  তাহলে এটির মান হবে  এইচ এস সি এর সমমান। বেতন গ্রেড ১৩/১৪ তাই চার বছরের ডিপ্লোমা কোর্স  চালু রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ  করেন।  আপনারা জানেন যে  এইচ এস সি (ভোকেঃ) পাশকৃত  শিক্ষার্থী বেশি ভাগই  পলিটেকনিকে  ক্রাফট ইন্সট্রাক্টর পদে চাকুরির সুযোগ পায়। আবার ৩মে ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০৭৬ ক্রাফট  ইন্সট্রাক্টর পদে এইচ  এসসি (ভোকে‌:)পাশ শিক্ষার্থীদের না নিয়ে নন-টেক অনার্স পাশকৃত শিক্ষার্থীদের নিয়োগ দিয়েছে এটি বিধি ২০২০ সালের পরিপন্থী সুতরাং আমরা তীব্র  প্রতিবাদ জানাই।  আমাদের  দাবি সঠিক জায়গাতে এইচএসসি (ভোকেঃ) শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করতে  হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কারিগরি শিক্ষাকে বাঁচান ও নজর দেন কারিগরি শিক্ষা কে ধ্বংস করে (এসডিজি) বাস্তবায়নে বাধা দিচ্ছে  আপনার  সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনি এটি হস্তক্ষেপ কামানা করবেন।

মানববন্ধন  এ আরো বক্তব্য রাখেন, (টিভিইটি  ওয়েলফেয়ার এসোসিয়েসন সংগঠনের   দ্বীন মোহাম্মদ  ইসলাম যুগ্ন আহবায়ক,  মোঃ মোক্তার হোসেন সদস্য সচিব , সঞ্জিব  মোহন্ত,মোঃ আনোয়ার হোসাইন,  মোঃ হাবিবুর রহমান, মোঃ নুরুল হুদা নয়ন প্রমুখ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর