লামি লিয়া দুই বোন
হাসি খুসি ভরা মন।
জন্ম তাদের শেরখালী
বেড়ে ওঠে ছলছলি।
পড়াশোনা এক সাথে
যায় তারা স্কুলেতে।
লামি লিয়ার নয়ন খানি
বাবা মায়ের সোনার খনি।
গায়ের রং শ্যামলা
করে নাতো ঝগড়া
কেউ হাসি তামাসা করলে
করে নাতো মামলা।
বাবার কাছে দুই বোনের আড়ি
যাবে তারা রবীন্দ্র কাছাড়ী বাড়ি।
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মোবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬
Very good
tnx