আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক আজিজুল ও বদরপুর গ্রামের মজিদ তালুকদার। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ মোঃ আমরুল্লাহ।
এ নিয়া উপজেলার একজন সংবাদকর্মীসহ মোট ১৮ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের বাসা ও বাড়িসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।