১৮ মে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সংবাদযোদ্ধা রোজিনা ইসলামকে আটক রেখে শারিরীক-মানসিকভাবে হেনস্থা করায় ওই ঘটনার সাথে জড়িত সকলকে অব্যহতি দিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনা না হলে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান।
#আপন_ইসলাম