বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ই-পেপার

‘জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, প্রমাণ আছে’

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৪ অপরাহ্ণ

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা প্রমাণ ইনশা’আল্লাহ যথাসময়ে জাতির সামনে পেশ করব। ওয়েট অ্যান্ড সি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির কথা হলো জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত নন। আর আমরা বলছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত আমাদের কাছে সে প্রমাণ আছে। আমরা প্রমাণ ইনশা’আল্লাহ যথাসময়ে জাতির সামনে পেশ করব। ওয়েট অ্যান্ড সি।”

জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে পাওয়া খেতাব বাতিলের প্রস্তাব না সিদ্ধান্ত কোনটি হয়েছে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, “প্রস্তাব, এইটা আপনারাই দেখছেন। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি। আমরা বলছি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তাকে খুনি হিসেবে আমরা সেটা বলেছি।”

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে “বীর উত্তম” খেতাব দেয়া হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সম্প্রতি এক বৈঠকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এবং বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের দেশ থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিল করার সিদ্ধান্ত নেয়।

সভায় বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, মোসলেহ উদ্দিন এবং রাশেদ চৌধুরীর রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর