দেশের মাটি গড়ল কারা ?
আওয়ামী লীগের নেতা যারা ।
তোমার আমার ডাকের সাড়া,
সকলেরই পাশে তারা ,
আওয়ামী লীগের সেবক যারা ।
সিন্দ্বু সেচে মুক্ত এবার আনবে কারা,?
নৌকার মাঝি যারা।
সফল এবার হইবেই তারা,
তোমার আমার দুঃখে কারা?
দেশপ্রেমিক সফল যারা,
তারা আবার হইবেই কারা ?
আওয়ামী লীগের নেতা ছাড়া।
সব ভাইয়েরি সবই জানা,
পদ্মা সেতু গড়ল তারা।
স্যাটেলাইট তুলল কারা !
সারাদেশে জাগালো সাড়া ,
আওয়ামী লীগ সবার সেরা ।
আকাশেরই একটি তারা,
নামটি তাহার শেখ হাসিনা ।
দেশের স্বার্থ তারি আশা ।গড়বোএবার সোনার বাসা ।
ফুটবোরে ভাই নোংড়া খাঁচা ।
বাংলা সবার ভালোবাসা ।
CBALO/আপন ইসলাম