শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

ই-পেপার

পদ্মা সেতুতে বসছে ৩৬তম স্প্যান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিয়ারে ৩৬তম স্প্যান বসানোর কাজ চলছে।

আবহাওয়াসহ খুঁটিনাটি সবকিছু অনুকূলে থাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় শুক্রবার সকাল ৮টার দিকে স্প্যানটি বসানো শুরু করেছেন প্রকৌশলীরা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৮টা থেকে স্প্যান বসানো শুরু করেছেন প্রকৌশলীরা। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়। কারিগরি সমস্যা না দেখা দিলে আর আবহাওয়া অনুকূলে থাকায় আজ স্প্যানটি বসানো হবে। ৩৬তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ৫ হাজার ৪০০ মিটার অংশ দৃশ্যমান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর