বর্জন করো ফরাসি পণ্য
ফরাসি পণ্য আর নয়,
ব্যঙ্গ-চিত্র প্রদর্শন করে
আঘাত করেছে কলিজায়।
মুসলিম সবাই বিভেদ ভুলে
এক পতাকায় একত্র হও,
প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে
বিশ্বের আবার আদর্শ হও।
বর্জন করো ফরাসি পণ্য
ফরাসি পণ্য আর নয়,
দেশ থেকে সব ফরাসি পণ্য
বর্জন করতে আর পিছপা নয়।
মোঃ হুসাইন আহমদ
শিক্ষার্থী, তাকমিল (মাস্টার্স ডিগ্রী)
দারুস-সুন্নাহ মাদ্রাসা টাংগাইল।
CBALO/আপন ইসলাম