হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বাহির হলাম রাস্তার পথে।
এ দিনটি ছিল অন্য রকম।
সিগ্ধ হাওয়ায় প্রকৃতির সাথে যেমন আমার মনটাই মিশে গেছে একদম।
সবুজ অপরূপ মণ্ডিত বাংলার ধান ক্ষেত্রে ভরা চতুর্দিকে, ভোর সকালে পরেছে ঘাসের উপর শিশির।
তার উপরে পরেছে সূর্যে রশ্মি চিকমিক ঝিকঝিক করেছে একদম কাঁচা সোনার মতো।
তখন আমি হারিয়ে গেছি এই বাংলার মধ্যে।
চতুর্দিকে নদ নদী এঁকে বেঁকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, স্থব্ধ হয়ে শোনতে হচ্ছে মম পানির আওয়াজ।
হৃদয় টা একদম শীতল অনুভব করছি।
প্রকৃতির ছোঁয়া আমাকে দর্শন করেছে নাহি!
আরও নদীর উপরে উড়ছে কত পাখি, অরুণ বেষ্টন করেছে নদীর পাড়।
এই বাংলার অপরূপ প্রকৃতির লীলাভূমি আমাকে বাধ্য করেছে তার প্রেমে পড়তে, যে প্রেম চণ্ডীদাস- রজনীর মতো নয়!
যে প্রেম লাইলি- মজনুর মতো নয়!যে প্রেম শিরি -ফরহাদের মতো নয়!
এ প্রেম করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় নাই আমার!
CBALO/আপন ইসলাম