শ্বারদীয় দুর্গা পুজার আনন্দে
বলে সবাই দুর্গা মাইকি জয়,
ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে
কালীবাড়ী যেন হয়ে ওঠে আনন্দময়।
প্রতি বছর প্রতিমা গড়ে
ঐতিহ্যবাহী ঘুড়কার পালবাড়ী,
ডাকীদের ডাকের তালে
শংকর ও মারে ডাকের বাড়ী ।
পুরোহিত মশায় বসেছে পুজায়,
মাইকে উচ্চ স্বরে পুরোহিতের মন্ত্র শুনে,
ভক্তরা অজ্ঞলি দিতে যায়
দুর্গা দেবীর দর্শনে ।
সন্ধা বেলায় দেবীর সামনে
আলতি করে বিজন শংকর কত জনে
দেখে সবাই বেশ আনন্দিত হয়
শারদীয় দুর্গা পুজার দর্শনে ।
CBALO/আপন ইসলাম