নিজস্ব প্রতিবেদকঃ
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভলপমেন্ট (আইসিএসডি)’র ভাইস-প্রেসিডেন্ট পদে বাংলাদেশের বিজয়ে নবনির্বাচিত সহ-সভাপতি ডক্টর মিঠুন মোস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে তাঁকে অভিনন্দন জানান তিনি।স্পিকার বলেন, “আইসিএসডি’র মতো এমন একটি আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেবার সুযোগ পাওয়া দেশের জন্য গৌরবের। ডক্টর মিঠুন মোস্তাফিজ তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে বৈশ্বিক এই ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।
এদিকে, আইসিএসডি সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম। তাঁরা আশা প্রকাশ করে বলেন, আইসিএসডি সহ-সভাপতি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের গৌরবোজ্জল ভাবমূর্তি তুলে ধরতে কার্যকর অবদান রাখবেন।
আইসিএসডি সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ আইসিএসডি নির্বাচনে বাংলাদেশের সম্মানজনক বিজয়ে সহ-সভাপতি ডক্টর মিঠুন মোস্তাফিজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আইসিএসডি নির্বাচনে তৃতীয় সর্বাধিক ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে বুধবার সংস্থাটির সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
আইসিএসডি’র নবনির্বাচিত সহ-সভাপতি ডক্টর মিঠুন মোস্তাফিজ নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -এনআইইউ (ইউএসএ)’র ভিজিটিং প্রফেসর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের চেয়ারম্যান।তিনি বৈশাখী টেলিভিশনের সাবেক কনসালট্যান্ট, নিউজ ও এসাইনমেন্ট এডিটর।
CBALO/আপন ইসলাম