কে,এম আল আমিন :
মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১২। শনিবার (১০ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর হেড কোয়ার্টারের মিডিয়া অফিসার এরশাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী থানার বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে মহিদুল ইসলাম ও পাপন মোল্লা নামের ওই ২ জনকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে নতুন সদস্য সংগ্রহ, লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা দেয়ার কাজে নিয়োজিত ছিল। এ সময় তাদের কাছ থেকে তিনটি উগ্রবাদী জিহাদি বই ও ১১ টি জিহাদি লিফলেট জব্দ করা হয়।
CBALO/আপন ইসলাম