কে,এম আল আমিন :
এবারে দীর্ঘ মেয়াদী বন্যায় বিভিন্ন এলাকায় যখন পানশী আর কোষা নৌকার বাইচ নিয়ে ব্যস্ত ঠিক এমনি মুহুর্তে শখ বশত: ডিঙি নৌকা বাইচ প্রতিযোগীতার চুড়ান্ত ও পুরস্কার বিতরন শেষ হলো। সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের যুব সমাজের আয়োজনে শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে প্রাইমারী স্কুল সংলগ্ন বনবাড়ীয়া বিলে শখের ডিঙি নৌকা বাইচ দেখার জন্য দুপুরের পর হতে শত শত নারী-পুরুষ দর্শনার্থী ভীড় জমায়। বিভিন্ন এলাকার প্রায় ১৬ টি ডিঙি নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছিল। সন্ধ্যায় আয়োজক কমিটি ও সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।
CBALO/আপন ইসলাম