রাতদিন জেগে তোমায় স্বপ্নে দেখা হোক,
লোকেরা বলুক তুমি আমারই লোক।
আসুক বাঁধা যত যাব সব পেড়িয়ে,
তুমি শুধু থেকো লালশাড়ি পড়ে দাড়িয়ে।
সেই একফালি হাসি তুমি নগ্ন করে রেখ,
ওড়নার আঁচল দিয়ে বুকে জড়িয়ে রেখ।
তুমি সেই কলেজের পথ বেয়ে হেটে যেও,
মোর এই হাতে রেখে হাত ভালোবাসিও।
দরজায় কড়া নাড়া এ জিবনের যত সুখ,
তোমার তুলতুলে ঐ অনুভূতি ভরা বুক।
গোসলের টাইমে মাঠে শিশিরের ন্যায় জল,
বাড়িয়ে দ্যায় অনুভূতি জিবনি শক্তি বল।
#CBALO/আপন ইসলাম