কে,এম আল আমিন :
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় সোমবার (৫ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এ কর্মসুচী পালিত হয়। সলঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৪ টি টিকা দান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন পরিদর্শন করেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সলঙ্গা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রাকিবুল ইসলাম। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব ও রাতকাণা রোগ প্রতিরোধ করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমায়, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। সোমবার থেকে ক্রমান্বয়ে ১৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে এ কর্মসুচী। সোমবার সকাল ৮ টায় সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু কমিউনিটি ক্লিনিক, জগজীবনপুর কমিউনিটি ক্লিনিক, দিয়ার পাড়া আনোয়ার হোসেনের বাড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী স্বাভাবিক ৮৪ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ বয়সী স্বাভাবিক ৭০৭ জন শিশুকে ও প্রতিবন্ধী ২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় স্বাস্থ্য সহকারি মো: শাহিনুল ইসলাম, মোঃ রাসেদুল ইসলাম,পরিবার ,সিএইচ সিপি মো: শফিকুল ইসলাম ও সিএইচ সিপি কে এম সাজেদুর রহমান, শিক্ষক,এনজিও কর্মী সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম