মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া সলপ ইউনিয়ন পরিষদ এর সামনে ” তানভীর ইমাম মুক্তিযোদ্ধো পাঠাগারে ” উপজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল বাতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপর লেখা অগ্নিকন্যাসহ কয়েকটি বই উপহার দেন । সোমবার রাত সাড়ে ৮টার সময় সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান ও কাজী এহসানুল হাসান সন্টু এর হাত দিয়ে ” তানভীর ইমাম মুক্তিযোদ্ধো পাঠাগারে ” বই গুলো দেওয়া হয়েছে।
#CBALO/আপন ইসলাম