কবিতায় কবিকে থুকি থুতু
শেখ আলী আকবার সম্রাট
_____________________________কবিদের জন্য লেখা।
সাহিত্য মঞ্চে;
রাজনৈতিক চোরেরা হয়ে ওঠে সভাপতি।
সাহিত্য প্রেমের পথে লোভের তরজমায় যত ছুটাছুটি
অর্থের দাপটে পায়েরছাপ সাহিত্য আড্ডা।
নেতা থেকে হোতাদের হাত থেকে সংবর্ধনা হয় কাগজে ছাপা
পত্রিকা গুলো ৫’শত বা হাজার টাকায় ছাপে লজ্জা।
প্রতিবাদের নামে সাহিত্য অক্ষর গুলো লুকিয়ে রাখে মুখ
নির্বোধের মতো সাহিত্যিক, কবিরা হাসে মিথ্যা হাসি।
ওরে বোকার তরজমায় উপরে থুকানো থুতু পরে মুখে
তোরা কবি হয়ে উঠিস কাব্যের কলমে বিষয় হাস্য………।