কে,এম আল আমিন :
ধর্ম ভাই সেজে পরিবারের সবার অজান্তে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবশেষে মান অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে সিরাজগন্জের সলঙ্গার প্রেমিক যুগল। জানা গেছে,থানার ঘুড়কা ইউপির বাসুদেবকোল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে ইসমাইল (৩২) একই থানার নলকা ইউপির পুর্ব ফরিদপুর গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী মুক্তির সাথে ধর্ম ভাই সু্বাদে যাতায়াতের এক পর্যায়ে সবার অজান্তে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিক ইসমাইলের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১-১২ টার দিকে ইসমাইল গ্যাস ট্যাবলেট সেবনে অসুস্থ্য হয়ে পড়লে মুমুর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করলে বুধবার তার মৃত্যু হয়।
অপরদিকে প্রেমিকা মুক্তির পরিবার জানায়, মুক্তি সিরাজগন্জ শহরের ভাড়া বাসায় থাকা অবস্থায় মঙ্গলবার রাত ১২ টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে বমি করতে থাকে এবং জানায় সে গ্যাস ট্যাবলোট সেবন করেছে। তাৎক্ষনিক ভাবে তাকে সিরাজগস্জ সদর হাসপাতালে নিলে জরুরী ভাবে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন। পরে বগুড়া নেয়ার পথেই তার মৃত্যু হয়। বগুড়ায় ময়না তদন্ত শেষে ইসমাইলের মরদেহ নিজ গ্রামে এনে বুধবার রাতে দাফন করা হয়। আর মুক্তির মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগন্জ মর্গে পাঠান সদর থানা পুলিশ।পরকীয়া প্রেমের জের ধরেই মান অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিকযুগল।