কে,এম আল আমিন :
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর’ সার্বিক সহযোগীতায় এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে সদর থানাধীন খোকশাবাড়ী ইউনিয়নের ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ত্রাণ কমিটির আহবায়ক মজিবর রহমান লেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎসজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।