ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রামগড় এজেন্ট শাখার উদ্যোগে মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘এম ক্যাশ’ এর পরিচিতি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার খান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাগড়াছড়ি শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহীম সাইফুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিং সেবার বিকল্প নেই। এম ক্যাশের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিরাপদে টাকা জমা, উত্তোলন, স্থানান্তর, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন। এই সেবা ব্যবহার করলে গ্রাহকের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বেলাল হোসাইন। তিনি বলেন, ব্যাংকিং খাতকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে মোবাইল ব্যাংকিং বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক রামগড় এজেন্ট শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রামগড় শাখার সত্ত্বাধিকারী আবু বকর। আরো বক্তব্য রাখেন কাজী শাহীন উদ্দীন , মোহাম্মদ হেলাল এবং দেলোয়ার হোসেন রাজু। বক্তারা এম ক্যাশ সেবার বিভিন্ন দিক তুলে ধরে গ্রাহকদের সচেতনভাবে সেবা গ্রহণের আহ্বান জানান।
এ সময় রামগড় উপজেলার বিভিন্ন এলাকার এম ক্যাশ এজেন্টগণ উপস্থিত ছিলেন এবং সেবার নানা অভিজ্ঞতা বিনিময় করেন। সমাবেশ শেষে গ্রাহকদের মাঝে এম ক্যাশ সেবার ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।