“কৌতূহল থেকে উদ্ভাবন” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়।
রবিবার সকালে মেলার উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এসময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সক্ষম।
সকাল ৯টা থেকে প্রতিষ্ঠান ভবনের নীচতলায় শুরু হওয়া বিজ্ঞান মেলা পুরো ক্যাম্পাসে শিক্ষক,অভিভাবক ও ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়।
এবারের মেলায় মোট ৬৯০ জন শিক্ষার্থী ১৩৯টি প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি বান্দরবানের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিজস্ব প্রজেক্ট নিয়ে মেলায় অংশ গ্রহণ করে।
প্রদর্শিত প্রজেক্টের মধ্যে ছিল রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, শক্তি অপচয় রোধের প্রযুক্তি, বর্জ্য রিসাইক্লিং ব্যবস্থা, গ্যাস লিকেজ শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশেষ করে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রজেক্টগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্ষুদে বিজ্ঞানী কর্নার’ মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাই আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। তিনি পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি, বান্দরবান সেনাজোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, উর্ধতন সেনা কর্মকর্তা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অবিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।