কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে গত ৫ আগস্ট ২০২৫ থেকে ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা ডাকবাংলোয় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।
এতে পিএফজির পিস অ্যাম্বাসেডর ও পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ আসাদুজ্জামান, পিএফজির পিস অ্যাম্বাসেডর ও পৌর বিএনপির সভাপতি মোল্লা মোঃ মিনহাজ উদ্দিন, পিএফজির পিস অ্যাম্বাসেডর ও নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোল্লা মোঃ মহিবুল্লাহ বচ্চন, ময়মনসিংহ টিএইচপি ফিল্ড কো-অর্ডিনেটর মোল্লা মোহাম্মদ আখতারুজ্জামান সহ
মোল্লা ২০ জন প্রশিক্ষণ নেন। এ সময় তরুণদের নেতৃত্ব বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ করানো হয়।