রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়পাড়া গ্রামে রাতের আধারে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করছে একটি অসাধু চক্র। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের।
গত (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়,উপজেলার চিতুলীয়পাড়া গ্রামের মৃত দেনায়েত আলী ছেলে ছানোয়ার হোসেন তপু, মোবারক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আক্তার হোসেনের ছেলে জিয়া এরা প্রভাব দেখিয়ে মাটি কেটে বিক্রি করছে।কৃষিজমির উর্বর মাটি খনন করে অবৈধভাবে বিক্রি করায় যেমন হারিয়ে যাচ্ছে আবাদি জমি তেমনি সৃষ্টি হবে মারাত্মক জলাবদ্ধতার।এভাবে মাটি কাটতে থাকলে ভবিষ্যতে জনজীবনে ভয়াবহ সংকট দেখা দেবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, রাস্তা ও ফসলি জমি ধ্বংস হয়ে যাবে।
চিতুলীয়পাড়া গ্রামের সন্জাব আলী, আলম, সোলায়মান ও ইসরাইলসহ অনেকেই  জানান, আমাদের বাড়ীর পাশে গভীর করে আবাদি জমির মাটি খনন করে রাতের আধারে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল।আমরা তাদেরকে একাধিকবার নিষেধ করলেও তারা প্রভাব দেখিয়ে নিয়মিত রাতের আধারে মাটি কেটে বিক্রি করছে। তাই বাধ্য হয়ে আমরা প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছি।কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে দিন দিন সমস্যার মাত্রা বাড়ছে।
ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসাইন বলেন, এবিষয়ে জানতে পেরেছি,পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর