টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির নামের এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে সাব্বিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসাইন। দন্ড প্রাপ্ত সাব্বির চরনিকলা গ্রামের সাহেব আলীর ছেলে।এসময় মাদকসেবী সাব্বির অন্ধকার ঘরে টর্চ লাইট জ্বালিয়ে মাদক সেবন করছিল।
এ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সাব্বিরের বাড়িতে অভিযান চালিয়ে অন্ধকার ঘরে টর্চ লাইট জ্বালিয়ে তাকে মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বিরকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অভ্যহত থাকবে।