বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় উপকারভোগীর মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে কার্ড ও  চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩/৯/২৫খ্রিস্টাব্দ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার স্বপন কুমার দত্তের উপস্থিতিতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১৯০ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহজাহান জানান, এই কর্মসূচির মাধ্যমে অসহায় নারীরা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা পাচ্ছেন।
এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীন কবীর এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর