কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর সম্ভাব্য নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
আজ (২২/০৮/২০২৫খ্রিষ্টব্দ) শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার নিজস্ব কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ রুকন বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত রুকন বৈঠকে আটটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
যাদের নাম ঘোষণা করা হয় তাঁরা হলেন জাঙ্গালিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবির দক্ষিণের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এগারোসিন্দুর ইউনিয়নে কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফকির মাহবুব আলম, বুরুদিয়া ইউনিয়নে অত্র ইউনিয়ন জামায়াতের আমীর মোদাররিস মাওলানা আমিনুল ইসলাম, চরফরাদী ইউনিয়নে অত্র ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি নাজমুল আহসান, হোসেন্দী ইউনিয়নে উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, চন্ডিপাশা ইউনিয়নে অত্র ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল্লাহ আনসারি এবং সুখিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অত্র ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু এঁর নাম ঘোষণা করা হয়। এসময় উপজেলা জামায়াতের রুকন ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।