বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মিয়ানমার সীমান্তঘেঁষা রেজুপাড়ায় বিজিবির বিশেষ অভিযানে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা সোহোদরকে আটক করেছে। এসময় মাদককারবীদের কবল থেকে একটি রামদাও উদ্ধার করা হয়।
শনিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি অভিযানিক দল মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় এ ৩ সহোদরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।
আটকরা হলেন-মোঃ মাহমুদুল হাসান (২৩) তার ভাই মোঃ হাকিম (১৮) ও মো.শফি আলম (৩০)। তিনজনই উখিয়া অবস্থানকারী এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকার আলি আহমেদ এর ছেলে বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওঁৎ পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত ১০ টার সময়ে তিনজন ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৪,০০০ পিস ইয়াবা টেবলেট ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন,দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।