বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে জামছড়ি সীমান্ত পিলার ৪৪-এর সংলগ্ন জিরো লাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, মাইন বিস্ফোরণে আহত আরাফাত তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে পায়ে মাইন চাপা পড়ে। বিস্ফোরণে তার একটি পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বিজিবির ১১ নম্বর ব্যাটালিয়নের জামছড়ি বিওপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্তে অবৈধ চলাচল প্রতিরোধে নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে আহত কিশোরের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান।