মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

গোপালপুরে ইসলাম ধর্ম গ্রহণ করায় স্ত্রীর সংসার ত্যাগ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হবার কারণে স্বামীকে ত্যাগ করেছে ইতিরাণী দাস। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার সুতি দিঘুলীপাড়া মহল্লার বাসিন্দা । স্বপন চন্দ্র দাস (৩৯) এর সাথে, কালিহাতী উপজেলার পলান চন্দ্র দাসের মেয়ে ইতি রাণী দাস(২৯) এর ১৫বছর আগে হিন্দু ধর্মমতে বিয়ে হয়।
স্বপন চন্দ্র দাস চলতি বছর ৭ই মার্চ নোটারি পাবলিক, টাঙ্গাইল মাধ্যমে ঘোষণা দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হন।  তার বর্তমান নাম আব্দুর রহমান, এরপর থেকেই তার স্ত্রী তাকে রেখে একমাত্র সন্তান সৌরভ দাস (১৩) কে নিয়ে, বাবার বাড়ি চলে যান। কোনভাবেই ধর্মান্তরিত স্বামীর সাথে সংসার করতে রাজি না হওয়ায়, শনিবার ১লাখ টাকার বিনিময়ে স্থানীয় মাতব্বরদের নিয়ে; সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়।
আব্দুর রহমান পেশায় পোশাক শ্রমিক, সামর্থ্য না থাকায় স্থানীয়দের সহায়তায় ১লাখ ১৬হাজার টাকা সংগ্রহ করা হয়। ১লাখ তার স্ত্রীকে বাকি টাকা তাকে দেয়া হয়।
সূতী বাজার মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ জানান, আব্দুর রহমান কিছু দিন আগে আমাকে জানান আদালতে ঘোষণা ঘোষণা দিয়ে ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, টাকার অভাবে বিষয়টি মীমাংসা করতে পারছে না। তাই আমরা স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করার উদ্যোগ নেই।
সুতি বাজারের ব্যবসায়ী মীর সাইফুল ইসলাম জানান, আব্দুর রহমানের বাবা ২৫বছর আগে হিন্দু থেকে মুসলমান হন। সম্প্রতি সে মুসলমান হয়ে, পরিবারের অন্য সদস্যদের মুসলমান হবার আহ্বান জানান। এতে তার বউ রাজি না হয়ে তাকে ত্যাগ করার সিদ্ধান্তে অনড় থাকে। এনিয়ে মাতাব্বরদের মাঝে দফায় দফায় বৈঠক হয়, শনিবার বিষয়টি সমাধান করা হয়েছে।
নওমুসলিম আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট, গতবছর আমার মা মারা যাওয়ার পর সিদ্ধান্ত নেই মুসলমান হবো। রোজার আগে স্বেচ্ছায় গাজীপুরের মনিপুর মাটির মসজিদের ইমামের নিকট কালেমা পাঠ করি ও টাঙ্গাইলে নোটারি পাবলিক করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর