মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের সেলফী পরিবহনের একটি বাসচাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর গোলড়া চরখন্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে তারা মিয়া।
বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জবাবদিহিকে বলে সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তারা মিয়া। এসময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।