মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের ঘর বাড়ি নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্লক বসানোর দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন করেছে। শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা এলাকাবাসীর ব্যানের এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানিকগঞ্জ- ১ আসনের জামায়তে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, শিবালয় উপজেলা জামায়াতের আমির হাফেজ হাতেম আলী, এলাকাবাসীর পক্ষে মাওলানা ওমর ফারুক,আবু তালেব,মইন উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়ে তেওতা ইউনিয়নের শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছে।দেখা যায় বর্ষা আসলে পানি উন্নয়ন বোর্ড কিছু বালুর বস্তা ফেলে। কিন্তু এই বালুর বস্তা কোন কাজে আসে না।ভাঙ্গন রোধে স্থায়ীভাবে ব্লক ফেলে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।